জি নিউজঃ-মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির রায় দেয়ার পর নাশকতা ও সহিংসতা রুখতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ র্যাব মোতায়েন করা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মুক্তিসহ বিভিন্ন দাবিতে সারাদেশে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এর পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের বিক্ষিপ্ত সংঘর্ষে রাজপথ ফাঁকা হয়ে যায়। কমে যায় যানবাহনের সংখ্যা। ঘরমুখো যাত্রী যানবাহনের অভাবে পড়েন বিড়ম্বনায়। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) টহল দিতে দেখা গেছে। ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীর নিরাপত্তায় টহল দেবে। বিজিবি সদর দফতরের প্রধান তথ্য কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তাৎক্ষণিক শাস্তি দিতে থাকবে ভ্রাম্যমাণ আদালত। একাত্তরে ঢাকার মিরপুরে বাঙালি নিধনে ভূমিকার জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিত ছিলেন আবদুল কাদের মোল্লা।