জি নিউজঃ-রাজধানীর কাওরান বাজারে এবং সেগুনবাগিচায় পৃথক দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাওরান বাজারে এবং বিকাল ৩টার দিকে সেগুনবাগিচায় এ আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস থেকে জানান, কাওরান বাজারে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে, রাজধানীর সেগুন বাগিচায় একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।তাঃ- ২৫ অক্টোবর ২০১৩