স্টাফ রিপোটার,জি নিউজঃ- রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়েদাবাদ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিটন গাজী (২৭) লিটন ওই এলাকার আদম আলী মার্কেটের পাশে নান্না মিয়ার বাড়িতে থাকতো। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জের বামনগর এলাকায় বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।এবিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, খবর পেয়ে ওই বাড়ির একটি কক্ষ থেকে লিটনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা ময়নাতদন্তের আগে তা বলা যাচ্ছে না।ময়নাতদন্তের জন্য শনিবার সকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।