জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজধানীর পল্লবী থানা এলাকা এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- সুমন রহমান (২৮) তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের তাকিয়ায়। গতকাল শনিবার রাতসোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, পল্লবীর ‘ধ’ ব্লকের ১১ নম্বর সেকশনে ওয়াপদা বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত পৌনে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান জানান সুমন একজন সন্ত্রাসী। তিনি ডাকাত বাবুর দলের সক্রিয় একজন সদস্য ছিলেন । তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা আছে। অন্তর্কোন্দলে প্রতিপক্ষরা তাঁকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ । তাঃ-২৬ জানুয়ারি ২০১৪।