জি নিউজঃ-খুলনা থেকে ঢাকা আসার পথে অপহৃত এক ব্যবসায়ীকে রাজধানীর বনশ্রীর একটি বাসায় থেকে আকবর হোসেন (৪৩) নামে এব ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে তিন অপহরণকারীকেও আটক করা হয়। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে অপহৃত আকবর হোসেনকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেন র্যাব-৩-এর সদস্যরা। আটক তিন অপহরণকারী হলেন- মনিরুল ইসলাম (২৬), আনোয়ার হোসেন (৩০) ও মোজাম্মেল হোসেন আপেল (৩৩)। অভিযানের সময় আটকদের কাছ থেকে বিভিন্ন দেশের ১৪টি অবৈধ পাসর্পোট, নগদ চার লাখ টাকা, একটি আধুনিক ডিজিটাল ক্যামেরা, একটি ল্যাপটপ, ৯৭ পিস ইয়াবা ও ১০টি লোহার শেকল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী র্যাব-৩-এর মেজর মহিউদ্দীন জানান, সপ্তাহখানেক আগে আকবর হোসেন অপহৃত হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর র্যাব তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। তিনি জানান, সোমবার র্যাবের কাছে খবর আসে, রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় আকবর হোসেনকে আটকে রাখা হয়েছে। এরপর র্যাব-৩ অভিযান চালিয়ে তাদের আটক করে ও আকবর হোসেনকে উদ্ধার করে। ৭/৮ জনের একটি সংঘবদ্ধ চক্র। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর বনশ্রী থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার তিন অপহরণকারী আটক
Share This