জি নিউজঃ-রাজধানীর বিজয়নগরে জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগরের কালভার্ট রোডে এক দল দুর্বৃত্তরা এসে গাড়ি ভাঙচুর করে। এসময় আরমান টাওয়ারের সামনে দায়িত্বরত পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা গলির ভিতরে ঢুকে যায়। আজ শনিবার দুপুর দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এছাড়া তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় দুর্বৃত্তরা ৩ টি যাত্রীবাহী বাস এবং ৩টি প্রাইভেটকার ভাঙচুর করে। এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি । তাঃ-২৬ অক্টোবর, ২০১৩