রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে এক কলেজছাত্র নিহত
জি-নিউজ
জি নিউজঃ.-রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা । নিহত নাম বখতিয়ার লতিফ (২০) বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৯৬-উত্তর যাত্রাবাড়ীতে এই ঘটনাটি ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান সন্ত্রাসীদের গুলিতে লতিফ নামে একজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত চলছে। আশা করছি, খুব শিগগিরই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।