জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজধানীর হাতিরঝিল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম- বাঁধন রানা (১৬) প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকের এ দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই মারা যান বাঁধন । দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।এবিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুটি মোটরসাইকেলে চারজন ছিলেন। মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় বাঁধন রানা নামে এক কিশোর । তাঃ-৩১জানুয়ারি ২০১৪।