আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা আব্দুর রহমানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সুনামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আব্দুর রহমান রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের সুনামপুর গ্রামের মৃত সুর“জ মিয়ার ছেলে। রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) রতন দেব নাথ জানান, গত ১৪ এপ্রিল রাতে রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজনগরে জামায়াত নেতা গ্রেপ্তার
Share This