রাজনগরে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় ১৯৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগরে রবিবার রাত পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় সোমবার রাজনগর থানায় এস আই আবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করলেও অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১ মার্চ রাজনগর কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমদ বাদী হয়ে শহীদ মিনার ভাংচুর ও আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খাঁরপাড়া গ্রামে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত ১লা বৈশাখীর অনুষ্টানে রাত ১০ টায় পুলিশ এজাহার ভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে গেলে জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতে পুলিশের উপর হামলা চালায়। এসময় রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন, এসআই হিল্লোল রায়, এসআই আবুল হোসেন, এসআই বাবর আলী ও কনস্টেবল মোজাম্মেল আহত হন এবং পুলিশের ব্যবহৃত একটি সিএনজি গাড়িও ভাংচুর করা হয়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার রাজনগর থানার ওসি নাজিম উদ্দীন সহ আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) আলমগীর হোসেন জানান, ঘটনার পর রাতে অভিযান চালিযে আগের মামলার ৩ আসামী সহ ১৪ জনকে আটক করা হয়েছে।