মৌলভীবাজার প্রতিনিধি, জি নিউজ ঃ মৌলভীবাজারের রাজনগরে মারামারির ঘটনার প্রতিবাদ করায় পুর্ব বিরোধের জের ঘরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বিলম্বেপ্রাপ্ত খবরে জানা যায়,উপজেলার মুনিয়ারপার ফতেপুর গ্রামের মৃত আমদ উল্যার পুত্র আকবর মিয়া পার্শ্ববর্তী মুনিয়ারপার গ্রামের আনোয়ার মিয়ার পুত্র আক্কাস মিয়ার কাছ থেকে ধান দেবার কথা বলে মহাজনি সুদে এক,শ মণ ধানের টাকা গ্রহন করে। বৈরি আবহাওয়ার কারনে এ বছর হাওরাঞ্ছলে ধানের ফসল ভাল না হবার কারনে আকবর মিয়া আক্কাস মিয়ার ধান সময়মত দিতে ব্যর্থ হয়। এ নিয়ে গত ৩ মে আক্কাস মিয়ার ভাতিজা আখলিছ মিয়ার ছেলে রাজা মিয়ার সাথে আকবর আলীর কথাকাঠাকাঠি হলে আক্কাস মিয়ার লোকজন রাস্তায় আকবর মিয়াকে মারধর করে মারান্তক আহত করে। মারামারির ঘটনাঠি নিয়ে আক্কাস মিয়ার চাচা মৃত সোনাফর মিয়ার পুত্র আজিজুল হক{৫২} প্রতিবাদ করলে আক্কাস মিয়ার পক্ষ নিয়ে একই গ্রামের মুস্তাকিন মিয়ার পুত্র নোমান মিয়া(২৫) তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আজিজুল হকের বসতঘরের সামনে গিয়ে আজিজুলের উপর হামলা চালালে আজিজুল হক মারান্তক আহত হয়। আহত আজিজুলকে প্রথমে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার আর ও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ইবনেসিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ২ ঘটিকায় আজিজুল হক মৃতু বরণ করেন। রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় নিহতের লাশ মর্গে রয়েছে।এবং এ,এস,পি আলমগীর হোসেন(কুলাউড়া সার্কেল) এ,এস,পি হেডকোয়ার্টার সহ রাজনগর থানার ওসি নাজিম উদ্দীন ঘটনাস্থলে রয়েছেন বলে এ,এস,পি আলমগীর হোসেন প্রতিবেদককে জানিয়েছেন।
আব্দুল হাকিম রাজ/জি নিউজ