মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার আমিনবাগ চা-বাগানে বৃহস্পতিবার রাত থেকে থেকে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। যাত্রা দেখতে আসা যুবকরা অশ্লীল নৃত্য দেখে বিপথগামীসহ অনেকেই জুয়া খেলে টাকা হেরে নিঃস্ব হচ্ছে। দিনের বেলা জেলার সর্বত্র মাইকিং করে প্রচারনা করে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিকট শব্দে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে লোকজন জোগাড় করতে আশপাশের তিন-চার গ্রামের ছেলেমেয়ের লেখাপড়ার বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, বন্যা শেষ হতে না হতেই পুজার দোহাই দিয়ে চিহ্নিত পেশাদার জুয়াড়ীরা বাগান কতৃপক্ষকে মোঠা অংকের টাকার লোভ দেখিয়ে যাত্রাপালার অনুমতি নিয়ে আসেন। যাত্রায় অভিনয়ের নামে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলে নগ্ন নৃত্য। অশ্লীল ও নগ্ন নৃত্য দেখে উঠতি বয়সের যুবকরা বিপথগামী হচ্ছে। সন্ধ্যা হতেই যাত্রা গানের মঞ্চের পাশে জুয়াড়িরা ছয়গুটির ডাবু,ওয়ান টেন নিয়ে বসছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল হাসান জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আয়োজকরা পুজা উপলক্ষ্যে যাত্রা গানের আয়োজন করেছে। জুয়ার ব্যাপারে ওসি বলেন, জুয়ার কোনো তথ্য পেলে অবশ্যই বন্ধ করার উদ্যোগ নেবেন বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে যাত্রা কমিটির একজন জুয়া চালানোর কথা স্বীকার করেন। থানা পুলিশকে ম্যানেজ করেই জুয়া ও যাত্রাপালা চলছে বলে তিনি দাবী করেন। সরকারের শেষ সময়ে অবৈধ এসব কর্মকান্ড নিয়ে চলছে নানা কানাঘুষা।
রাজনগরে যাত্রার নামে নগ্ন নৃত্য ও জমজমাট জুয়ার আসর।।দমণ করবে কে?
Share This