আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার,জি নিউজঃ- মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর এলাকায় মাইক্রবাসের ধাক্কায় সৈয়দ মবশ্বির আলী(৭৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ফেন্সুগঞ্জ-রাজনগর মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সৈয়দ মবশ্বির আলী রাজনগর উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ফেন্সুগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান মৌলভীবাজার নিউজ এজেন্সি (এমএনএ)কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া –মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকার ম্যারিগোল্ড তেল পাম্পের স্টাফ কোয়ার্টার থেকে রোববার সকাল ১০টার দিকে শুধন চন্দ্র দেব (৬০) নামে এক বৃদ্ধ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল পুলিশ। শুধন চন্দ্র দেব ভাড়াউরা ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুধন চন্দ্র দেব সকালে বাড়ি থেকে পাম্পে আসেন। পরে পাম্পের স্টাফ কোয়ার্টারের একটি রুমে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেয় ।খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা মৌলভীবাজার নিউজ এজেন্সি(এমএনএ)কে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তাঃ-০১০৮-২০১৩