আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ তফসিল ঘোষনার আগেই রাজনগর উপজেলায় সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। আর ভোটারদের মধ্যে চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ে নানা আলাপ-আলোচনা সহ প্রার্থীদের অতীত কর্মকান্ডের সমালোচনা। প্রার্থী চুড়ান্ত করতে বিএনপি ও জামায়াতের একক প্রার্থীর নাম পাওয়া গেলেও আওয়ামীলীগের মধ্যে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামীলিগের প্রার্থী চুরান্ত করতে তৃণমূল নেতাদের নিয়ে সৈয়দ মহসীন আলী গ্রুপ এর বৈঠক অনুষ্টিত হয়। দলীয় সুত্রে জানা যায় , ঐ বৈঠকে উপজেলা নির্বাচনে যেসব নাম প্রস্তাব করা হয় ঐ নাম গুলি সমাজকলান মন্ত্রি সৈয়দ মহসীন আলীর কাছে পাঠানো হবে। এর মধ্যে আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন। মহসিন গ্রুপ থেকে একক প্রার্থী চুরান্ত করা হলে শহীদ গ্রুপ থেকে বর্তমান চেয়ারম্যান মিছবাহুদ্দোজা প্রতিদ্বন্দিতা করবেন এটা নিশ্চিত। বিএনপিতেও রয়েছে দুঠি গ্রুপ। এক গ্রুপে নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান। ওপর গ্রুপের নেতুত্বে রয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক খালেদা রাব্বানী। শুক্রবার রাতে এম নাসের রহমানের উপস্থিতিতে বাহারমর্দনস্থ বাস ভবনে তৃণমূল নেতা কর্মীদের বৈঠকে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জামি আহমদকে চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হাকিম বকস সুন্দরকে একক পার্থী হিসাবে চুরান্ত করা হয়েছে । বিএপির খালেদা রাব্বানী গ্রপের এখন পর্যন্ত সম্ভাব্য কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না । এদিকে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনগর উপজেলা ১৯দলীয় ঐক্য জোটের মধ্যে দেখা দিয়েছে টানা পড়েন। জোটের সরীক দল জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী জেলা আমীর আব্দুল মান্নান ও খেলাফত মজলিস এর জেলা সেক্রেটারী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ বিলাল দলীয় একক প্রার্থী চুরান্ত করা হয়েছে। ইতি মধ্যে তারা উপজেলার সর্বত্র বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টার আর পেস্টুন সেটে দিয়েছেন। জোটের মধ্যে একক প্রার্থী দিতে বিএনপি জোটের অন্যতম শরীকদল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোন প্রার্থী ছাড় দিতে নারাজ। বিএনপির অভিযোগ বিগত উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থীকে সমর্থন করে বিএনপি প্রার্থী জিতু মিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এবার জামায়াত প্রার্থী বিএনপির প্রার্থীকে সমর্থন করা উচিত। পক্কান্তরে জামায়াতের অভিযোগ বিএনপি প্রার্থীতা প্রত্যাহার করলে বিএনপির অধিকাংশ নেতাকর্মী কাজ ও ভোট দিয়েছেন বিপক্ষের প্রার্থীকে যে কারনে জামায়াত প্রার্থী বিজয়ী হতে পারেননি।
সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, চেয়ারম্যন পদে রাজনগর উপজেলা আওয়ামীলীগের বর্তমান চেয়ারচেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিছবাহুদ্দোজা- ভেলাই মিয়া (শহীদ গ্রুপ) রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জামি আহমেদ, সৈয়দ মহসিন আলী গ্রপের উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছকির খান, মনসুরনগর ইউনিয়নের দুই, দুইবারের সফল চেয়ারম্যান গনমানুষের নেতা সাদিকুর রহমান, পাচগাও ইউপি চেয়ারম্যান মিহির কান্তি দাস ও ফরজান মিয়া। জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল মান্নন, খেলাফত মজলিসের জেলা সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল ও বাম মোর্চার এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন রাজনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হাকিম বকস সুন্দর, এ পদে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, ফজলু খান, সাইদুজ্জামান আনচারী মনাই, চয়ন দেব,আবুল হোসেন মেম্বার ও আব্দুর রব ।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রসিদা জাফর, মুক্তি রানি ভট্রাচার্য্য ও আকসাদ রহমান মিনু।