জি নিউজ ঃ হানাহানি ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতশুক্রবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে রাজনীতিবিদ ও কূটনৈতিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি। ইফতার শুরুর কিছুক্ষণ আগে বক্তৃতার মঞ্চে ওঠেন এরশাদ। শুরুতেই ইফতারের দাওয়াত রক্ষা করার জন্য দুই দলের নেতাদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজ এই ইফতার মাহফিলে সব দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কি চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেন এক মধুর মিলনমেলা! এটা সর্বস্তরে থাকলে জীবন কত সুখের হতো। জাতীয় পার্টির পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তারা যাননি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এরশাদের আহ্বানের প্রতি সমর্থন জানালেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘বিশ্বাসের’ ঘাটতি রয়েছে। উভয় দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এইচ এম এরশাদ বলেন আ ম রা ভাল থাকতে চাই, গণতন্ত্রের পথে উত্তরণ চাই। আমরা কেউ কারো শত্রু নই। আমরা প্রতিদ্বন্দ্বী। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, যে জিতব সে ক্ষমতায় আসব। এখানে হানাহানি, সহিংসতার কোনো জায়গা নেই। সবার আগে প্রয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা। যদি সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিয়োজিত হতে পারতাম, তা হলে দেশে শান্তি ফিরে আসতো। হানাহানি, হিংসা বন্ধ হতো।ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, এইচ এম এরশাদ সাহেব যা বলেছেন তাই হওয়া উচিত- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। আওয়ামী লীগই একমাত্র দল যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট হবে আশা প্রকাশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পদ্ধতি নিয়ে তো কারো কোন সমস্যা নেই। মূল বিতর্ক নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে। আশা করি, আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান হবে। হানিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার উপযুক্ত ‘পরিবেশ’ সৃষ্টি না করেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। মওদুদ আহমদ বলেন , আলোচনা বললেই তো আলোচনা হয় না। আমরা বারবার বলে আসছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আরো বলেছি, নির্দলীয় সরকারের বিষয়ে যদি আলোচনা হয়, তাহলে অবশ্যই আমরা প্রস্তুত আছি। নির্দলীয় সরকার গঠনে এখন পর্যন্ত সরকারের কোন দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের মধ্যে অবিশ্বাস বেড়ে গেছে। এই সাড়ে চার বছরে সরকারের যে আচরণ আমরা দেখেছি- আমাদের হাজার হাজার নেতা কর্মীর নামে প্রচুর মামলা করা হয়েছে। আমার নিজের নামেই করা হয়েছে ছয়টি মামলা। এছাড়া সভা সমিতির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অবশ্য এরশাদের আহ্বানকে ‘ভাল আহ্বান’ বলে অভিহিত করেছেন সাবেক এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ। ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী জাফর আহমেদ, এস এম ফয়সল চিশতি, প্রমুখ।
তাঃ- ১২/৭/১৩