ডেস্ক রিপোট : প্রধান রাজনৈতিক দলগুলোর আচরণ ও বক্তব্যে মনে হচ্ছে যেন, রাজনৈতিক সংঘাতের ফাইনাল কাউন্টডাউন চলছে। এই দুর্যোগ পরিহারের সর্বশেষ সময় অতিবাহিত হচ্ছে। দুর্যোগ এড়ানোর এ সর্বশেষ সুযোগ গ্রহণের জন্য শাসক দলের নিকট দাবী রাখেন বাংলাদেশ মুসলিম লীগ।
গতকাল সকাল ১১.০০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এম.এ সালামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ এরকম মন্তব্য করেন। দলীয় প্রধান এডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের। আরও বক্তব্য রাখেন সর্বজনাব এম,এ রহিম চৌধুরী, এম.এ তাহের, আনোয়ার হোসেন আবুড়ী, এড: জসিমউদ্দিন, ইঞ্জি: ওসমান গনি, নজরুল ইসলাম, খন্দকার জিল্লুর রহমান, যুবনেতা কাজী এ.এ কাফী, ছাত্রনেতা এস.এইচ খান আসাদ প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে অচলাবস্থা বিরাজ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী, রফতানি বাণিজ্যে ধস, বিদেশী বিনিয়োগ শূন্য পর্যায়ে। সফল দেশের মানদণ্ডের প্রতীক এইরকম প্রতিটি বিষয়ে নেতিবাচক লক্ষণ রাজনৈতিক অঙ্গনে মহা-দুর্যোগের আগাম বার্তা বহন করছে। এ মহা-দুর্যোগ এড়ানোর সর্বশেষ সুযোগ হেলায় হারানোর জন্য দায়ী নেতৃবৃন্দকে জাতী ক্ষমা করবে না।