জি নিউজঃ- প্রধান নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো রাজনৈতিক দলগুলোর সমঝোতার অপেক্ষায় রয়েছে। তবে পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে বিরোধী জোট অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। আজ (রবিবার) দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচন পেছাতেও রাজি আছে কমিশন। তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপে বসবেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আমাদের হাতে এখনো সময় আছে, দেখা যাক কী হয়।কাজী রকিবউদ্দীন জানান, ‘আজকের মধ্যে খসড়া আচরণবিধি ইসির ওয়েবসাইটে দেয়া হবে। আজ থেকে সাতদিনের মধ্যে যে কেউ তাদের সুনির্দিষ্ট মতামত দিতে পারবেন। ইমেইলের মাধ্যমে, চিঠি দিয়ে, সরাসরি আলোচনা করে তাদের মতামত দিতে পারেন।’ নির্বাচনী তফসিল বিষয়ে কাজী রকিবউদ্দীন বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হবে। আমরা ৪০-৫০ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করব।’ তবে, নির্বাচন কমিশনার মো. আবু হফিজ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সময় থাকলেও আমরা ১৪ জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার পক্ষে। ভোটের পর আরও হাতে ১০ দিন সময় রাখতে হয়। কেন এই সময় হাতে রাখতে হবে- জানতে চাইলে আবু হাফিজ বলেন, কোনো আসন বা কেন্দ্রে ভোট বাতিল হলে সেখানে পুনরায় ভোট করতে হবে। আর সে হিসেবে চলতি নভেম্বর মাসের মাঝামাঝি থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বিরোধী জোট নির্বাচনে অংশ না নিলেও কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, সংবিধান অনুযায়ী তাদের নির্বাচন করতেই হবে। নইলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। জাতীয় নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে বলেও একাধিকবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা। কিন্তু, তফসিল কবে ঘোষণা হবে বা ভোটের দিনক্ষণ কি হবে, সে বিষয়ে কমিশন এখনও আনুষ্ঠানিক বৈঠকে বসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। শিগগিরই এই বৈঠক হবে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। সূত্র – অনলাইন তাঃ- রবিবার ৩ নভেম্বর ২০১৩