জি নিউজ বিডি ডট নেট ঃ- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক ভাবেই করতে হবে । তিনি বলেন জনগণের জন্যই রাজনীতি, জনগণকে বাঁচিয়ে রেখেই এর সমাধান করতে হবে। বৃহস্পতিবার বিকেল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখেন, “জনগণ না থাকলে কাদের জন্য এই রাজনীতি। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটি রাজনৈতিক দলের ব্যাপার। এর সাথে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, গণতন্ত্রের ভরসা হচ্ছে আলোচনা, আলোচনার মাধ্যমে অগ্রগতি হলে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার -কাজী রকিবউদ্দিন আহমদ । তাঃ- ০৬ ডিসেম্বর, ২০১৩