জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজনৈতিক সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘মানবতাবিরোধী সন্ত্রাস, সাম্প্রদায়িকতা-শ্রমজীবী নারী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র । তিনি বলেন, যে দেশের ৫০ শতাংশ নারী সেদেশে নারীদের ভোগ বিলাসের বস্তু হিসেবে দেখলে দেশ এগুবে কি করে। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।মেহের আফরোজ চুমকি তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। কারণ তারা জানে এদেশের হিন্দু সমাজ অসাম্প্রদায়িক আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করে, তাই তাদের ওপর হামলা চালিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় বিএনপি-জামায়াত। বিএনপি-জমায়াত রাজপথে আন্দোলন না করে রাতের আধারে সহিংসতা চালাচ্ছে।তারা পাকিস্তানের আদলে দেশ গড়তে চায়।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করার দুটি রাস্তা হলো যুদ্ধাপরাধী হিসেবে আর সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। কারণ তারাই দেশে এ ধরনের সন্ত্রাসী কাজ করছে। কিন্তু আমেরিকার হস্তক্ষেপের কারণে জামায়াতকে নিষিদ্ধ করছে না আমাদের রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়াকে বেশি দায়ভার নিতে হবে। কারণ তারা জামায়াতের ছায়া হিসেবে কাজ করছে।এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়েশা ইসলাম। তাঃ-২৬ জানুয়ারী ২০১৪।