মানিকগঞ্জ ,জি নিউজ ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যে সরকার মানুষকে গুলি করে হত্যা করতে পারে তার সাথে কোনো আপস নেই। রক্ত ঝরেছে, প্রয়োজনে আরও ঝরবে কিন্তু খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা বিএনপি।
বুধবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে সরকার মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মানুষকে কথা বলতে দেয়না, সভা সমাবেশে গুলি চালায়, যখন কথন গ্রেফতার নির্যাতন চালায় তাদের সঙ্গে আপস করার প্রশ্নই ওঠেনা।
এ সময় তার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিএনপি নেত্রী আফরোজা খানম রিটা, মইনুল ইসলাম খান শান্ত উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ২৪ ফেব্র“য়ারি হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মওলানা নাসিরুদ্দিনের বাড়িতে যান। এসময় তিনি নিহত নাসিরুদ্দিনের মা ফাতেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং তাদের সমবেদনা জানান।
পরে তিনি একই ঘটনায় নিহত শাহ আলমের মা সহর বানু ও চাচা আবুল কাশেম, নিহত নাজিমুদ্দিনের বাবা মজনু মিয়া ও নিহত আলমগীরের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রাফেজা বেগম, তাদের দেড় বছরের মেয়ে আঁখি ও বাবা রাজ্জাক মিয়াকেও সমবেদনা জানান।
প্রত্যেক পরিবারকে তিনি আর্থিক সহায়তা করেন বলেও জানা গেছে।
শনিবার দুপুর সোয়া দুইটায় তিনি গুলশানের বাড়ি থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের আগমন উপলক্ষে গোবিন্দল ও চারিগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মাসুদ করিম।
উল্লেখ্য, ২৪ ফেব্র“য়ারি ইসলামী দলগুলোর ডাকা হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন গোবিন্দল-চারিগ্রাম এলাকার ৪ জন। এসময় গুলিবিদ্ধ হন আরো অর্ধশত।
রাজপথ ছাড়বেনা খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত , বিএনপি
Share This