সাইফুল ইসলাম ঝালকাঠি জেলা সংবাদদাতা ঃঝালকাঠির রাজাপুর উপজেলা কাদরিয়া ও চিস্ড়িয়া তরিকায় মাইজ ভান্ডারী সমন্নয় উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মোঃ ফরিদ খান মাইজভান্ডারী সভাপতি ও মোঃ মহিউদ্দিন মাইজভান্ডারী সাধারণ সম্পাদক এবং লিটন খলিফা যুগ্ন সম্পাদক করে ১০৩ সদস্যের কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে গতকাল রাজাপুর ডিগ্রী কলেজ মাঠের পার্শ্বে র“মান এর বাসার সামনে সভার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গৃহীত হয়।