রাজাপুর প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনে আ’লীগের প্রার্থী বড়ইয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরের আনারস প্রতীকের পক্ষে আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম মনিরুজ্জামান মনির উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক পথসভা ও গনসংযোগ করছেন। আ’লীগের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ের জন্য একঝাঁক তরুন নেতাকর্মী নিয়ে কোমর বেধে প্রচারণা চালাচ্ছেন তিনি। গতকাল বিকেলে তিনি উপজেলার নৈকাঠি, মিয়ারহাট, সেন্টারেরহাট, লেবুবুনিয়া বাজার, আমতলা বাজার, মোল্লারহাটসহ উপজেলার বিভিন্ন স্থানের ভোটারদের মন জয়ের এ গনসংযোগ ও পথসভা করে ভোট প্রার্থনা করেছেন। এ সময় সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জালাল আহম্মেদ, পিয়ার আহম্মেদ লিটন, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সিরাজ হোসেন, দুলাল তেওয়ারী ও মিজানুর রহমান প্রমুখসহ উপজেলা, স্থানীয় আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
রাজাপুরে আনারস প্রতীকের পক্ষে কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরের ব্যাপক গনসংযোগ ও পথসভা
Share This