মহিউদ্দিন ভান্ডারী (রাজাপুর) প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী জাকারিয়া সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের আফরোজা আক্তার লাইজু জয়ী হয়েছে। চেয়ারম্যান পদে মনির পেয়েছেন ৪২ হাজার ৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বনদ্বি বিএনপির প্রার্থী নাসিম উদ্দিন আকন ১৯ হাজার ৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাকারিয়া সুমন পেয়েছেন ১৯ হাজার ৭’শ ৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বনদ্বি আ’লীগের প্রার্থী ফকরুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ১২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ৪৩ হাজার ৩’শ ৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বনদ্বি পিএনপির প্রার্থী নাজমুন্নাহার পুতুল পেয়েছেন ১৪ হাজার ৫৩৮ ভোট। ইউএনও মাহাবুবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।