রাজাপুরে আ’লীগ নেতা মনিরের দিনরাত ব্যাপক গণসংযোগ পথসভা

সাইফুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) থেকে : ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথ সভা করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এম মনির“জ্জামান মনির। তিনি একঝাঁক তর“ণ নেতাকর্মীদের নিয়ে গতকাল রাজাপুর উপজেলার শুক্তাগড়, মোল¬ারহাট, নাপিতেরহাট, আমিনবাড়ি, লেবুবুনিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এবং কাঁঠালিয়ার বিভিন্ন এলাকায় দিনরাত ব্যাপক গণসংযোগ ও পথ সভার মধ্য দিয়ে সময় পার করছেন। এ সময় উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক খায়র“ল আলম সরফরাজ, আসলাম হোসেন মৃধা, নাসির উদ্দিন মৃধা, জাহিদুল ইসলাম, রিয়াজ মাতুব্বর, পিয়ার আহম্মেদ লিটন, জিয়া হাযদার খান,ু ¯^পন তালুকদার, মিজানুর রহমান, জাকির হোসেন, ও দেবাশীষ ঘরামী দেবুসহ উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version