রাজাপুর ঝালকাঠী প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরের পূর্ব পুটিয়াখালি দার“স সালাম ফাজিল মাদ্রাসার (ঝালোবাড়ি) এতিমখানার ১৫ জন এতিমের নামে ১০ কেজি করে ভিজিএফ’র ১৫০ কেজি এতিমখানার সংশিষ্টরা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, গালুয়া ইউনিয়ন পরষিদ থেকে স্থানীয় মেম্বর আমিনুল ইসলাম ওই মাদ্রাসার এতিমখানা না থাকা সত্তে¡ও ১৫ জন এতিমের নামে ১০ কেজি করে ভিজিএফ’র ১৫০ কেজি চাল বরাদ্দ পাইয়ে দেন। ওই চাল পূর্ব পুটিয়াখালি দার“স সালাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া ৬ আগস্ট স্থানীয় চাল ব্যবসায়ী চান মিয়ার কাছে কেজি ২০ টাকা দরে বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর আমিনুল ইসলাম জানান, এতিমখানার নামে চাল এনে তা বিক্রি করে মাদ্রাসার মসজিদের ইমামের বেতন পরিশোধ করার জন্য অধ্যক্ষের ছেলে মহিবুলাকে বলা হয়েছে। এ বিষয়ে পূর্ব পুটিয়াখালি দার“স সালাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।