মোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে কালবৈশাখি ঝড়ে উপজেলার ৬ ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঘরে নিচে চাপা পড়ে শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে এতে উপজেলার ইন্দ্রপাশা গ্রামের হাওলাদার বাড়ির জামে মসজিদ, আমানতগঞ্জ আদাখোলা দাখিল মাদ্রাসা, কানুদাশ কাঠি মাদ্রাসা, ইসাহাকাবাদ মাদ্রাসা, বাদুরতলা স্কুল, কাঠাখালি মাদ্রাসা, শামসুল হক ফরাজির হাফেজি মাদ্রসা ও ইউসুব আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্দ্রপাশা গ্রামের জলিল হাওলাদার, বেল্লাল হাওলাদার, পালটের মিজান, জীবনদাশকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের ও আলগী গ্রামের রিক্সা চালক সৈয়দ আকনের বসতঘরসহ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়ে গেছে বলে জানা গেছে।
ঝড়ে ঘরচাপা পড়ে ইন্দ্রপাশা গ্রামের বৃদ্ধ আছিয়া বেগম (৯০), আলগী গ্রামের সৈয়দের ছেলে শিশু শাকিল (১০) ও মেয়ে সুরভী (১২) সহ ৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু ঝড়ে স্কুল ও মাদ্রাসাগুলো বিধ্বস্ত হওয়ায় সঠিক সময়ে পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে বিঘিœত হবে। এদিকে ঘড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। গতকাল শুক্রবার শহরে বিদ্যুৎ চালু হলেও গ্রামের লাইন চালু করতে অনেক বিলম্ভ হবে।
রাজাপুরে কালবৈশাখি ঝড়ে মসজিদ মাদ্রাসা স্কুলসহ শতাধিক বসতঘর বিধ্বস্ত, আহত ৫
Share This