মোঃ সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) থেকেঃঝালকাঠির রাজাপুরের আদাখোলা গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষন চেষ্টার অভিযোগে ৭ জনের বির“দ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল এ ঘটনায় সকালে কিশোরীটির মা বাদী হয়ে এ মামলা করলে পুলিশ রুবেল নামে এক যুবককে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, পুটিয়াখালী গ্রামের লাল মিয়ার ছেলে কালুর নেতৃত্বে র“বেল জোমাদ্দার, বশির, সোহাগ, আসাদুজ্জামান, নাজমুল ও বেল্লাল ওই মেয়েটির মুখ ওড়না দিয়ে বেধে ঘরের পাশে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। রাজাপুর থানার ওসি মোঃ নজর“ল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার ২ নম্বর আসামী রুবেলকে গ্রেফতার করা হয়।