মোঃ সাইফুল ইসলাম (জেলা প্রতিনিধি ঝালকাঠি)ঃ– ঝালকাঠির রাজাপুরে খরিপ–১ মৌসুমে আউশ ধান চাষে প্রনোদনার লক্ষে ৬ ইউনিয়নের ৭’শ ৪৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে মাঝে গতকাল সোমবার সকালে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা চত্ত্বরে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। উপজলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ইউএনও মাহাবুবা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলম প্রমুখ। এ সময় অন্য কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।