মহীউদ্দিন রাজাপুর থেকেঃ ঝালকাঠির রাজাপুরের জগাইরহাট গ্রামের দুবাই প্রবাসী জলিল হাওলাদারের ঘরে গতকাল সোমবার দিবাগত গভীর রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে অস্ত্রধারী মুখোশ পরিহৃত ডাকাত দল সোনা, নগদ ৭৬ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদল এসময় অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে কুপিয়ে ও পিটিয়ে গৃহকর্তা জলিল হাওলাদার (৩৪), অলি হাওলাদার (২৭), শিউলি বেগম (২৬) ও সুরমা আক্তার (২০) কে আহত করে। আহতরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহত গৃহকর্তা জলিল হাওলাদার ও অলি হাওলাদার জানান, ঘরের পশ্চিম পাশের দরজা ভেঙে রাত ২টার দিকে ৮/১০ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে বেধরক মারধর করে সোনা ও জমি ক্রয়ের জন্য রাখা নগদ ৭৬ হাজার টাকা এবং ২টি ব্রিফকেস ভর্তি মালামাল ও কাগজপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা যাওয়ার সময়ও ব্যাপক ফাঁকা গুলি করে। রাজাপুর থানার ওসি নজর“ল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজাপুরে গুলিবর্ষণ করে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নারীসহ আহত-৪
Share This