মহিউদ্দিন ভান্ডারী রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কৈবর্তখালি গ্রামের প্রতিপক্ষরা গতকাল সকালে ধুলু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে মারধর করে তার বাম হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ধুলু বেগম রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। ধুলু বেগম ওই গ্রামের আজীজ মোল্লার স্ত্রী। আহত ধুলু বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় ইউনুচ হাওলাদারের ছেলে প্রতিপক্ষ হাচিব হাওলাদার পাওনা এক টাকা চাইতে এলে এখন নেই পরে দেওয়া হবে বললে ক্ষিপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়। পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজাপুরে গৃহবধূর হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ
Share This