মোঃ সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) থেকেঃঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার ফরম পূরণে গঁলাকাটা অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়মনীতি উপেক্ষা করে নিজেদের ইচ্ছামত পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণে ৩ হাজার টাকা পর্যš— আদায় করছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী প্রতি মানবিক ও বানিজ্য বিভাগের শিক্ষার্থী প্রতি ৯’শ ৫ টাকা নির্ধারন করেছে। এ ছাড়া স্কুল ফেল করা সাবজেক্ট প্রতি ৫০০-৭০০ করে অতিরিক্ত টাকা আদায় করছে। পরীক্ষার ফিস, কেন্দ্র ফিস, সনদপত্র, স্কাউট, দারিদ্র্র ফিস, বাৎসরিক মিলাদ, তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারীদের সম্মানি, কোচিং ফিস, এবং ৩ থেকে ৬ মাসের অগ্রিম বেতনসহ বিভিন্ন অযুহাতে এ অতিরিক্ত অর্থ আদায় করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এসে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কত টাকা আদায় করা হচ্ছে এবং বোর্ডের নিধারণ কত টাকা জানতে চাইলে মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম কিছুই জানেনা বলে জানান এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেন।