মোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি থেকেঃঝালকাঠির রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিনকে (৫০) পুলিশ সরকার বিরোধী পোস্টার ও লিফলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮ টার দেকে থানা রোডের রনি ডেন্টাল নামের নিজ দন্ত চিকিৎসালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জামায়াতের সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন একজন স্থানীয় দন্ত চিকিৎসক ও ওই এলাকার আব্দুল মান্নান সিকদারের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জিনিউজ বিডি ডট নেটকে জানান, গোপন সংবাদে তার প্রতিষ্ঠানে পুলিশ অভিযান চালায়। এ সময় দলের কাদের মোল্লার ফাঁসির বিষয় নিয়ে সরকারবিরোধী বেশ কিছু পোস্টার ও লিফলেট উদ্ধার হয়। এ ব্যাপারে তদন্ত করে আটক জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।