সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) থেকে : গতকাল ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া শিয়ালকাঠি ব্রিজে টায়ারে আগুন জ্বালীয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে হরতাল সমর্থনকারীরা। একাধিক স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক ওই এসময় পিরোজপুর থেকে আসা বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি ডাঃ আঃ রহিম এর গাড়ি প্রায় অর্ধঘণ্টা আটকা পড়ে। পরে পুলিশ এসে টায়ারের আগুন ও গাছের গুড়ি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে ঝালকাঠির রাজাপুর ও কাউখালির সীমান্তবর্তী এলাকা সাতুরিয়া শিয়ালকাঠি ব্রিজে এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ওসি নজর“ল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনা কাউখালি থানার মধ্যে দাবি করে জানান, কয়েক জন শিশু এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।