সাইফুল ইসলাম রাজাপুর, ঝালকাঠী প্রতিনিধি ঃ ঝালকাঠীর রাজাপুর উপজেলার দক্ষিন নারিকেল বাড়ি গ্রামের দিনমজুর জাহাঙ্গির খন্দকারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবী করেছেন তার পরিবারের সদস্যরা গতকাল সকালে নিহত জাহাঙ্গিরের স্ত্রী এমিলি বেগম (২৮) অভিযোগ করেন, ঈদের আগের দিন তার স্বামী জাহাঙ্গির দিনমজুরির পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার মনির হোসেন, কালাম ওরফে কালু ও জাহাঙ্গীর হাওলাদারসহ ৭/৮ লোক এলাপাতাড়ি কুঁপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। কিন্তু আমার স্বামী হত্যার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রকৃত হত্যাকারীদের দ্র“ত গ্রেফতার না করে নীরব ভুমিকা পালন করছে। তিনি হত্যাকারীদের দ্র“ত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে বর্তমানে তিনি তার একটি ১০ বছর বয়সী মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ¯^জনদের অভিযোগ, নিহতের পরিবার দিনমজুর ও দরিদ্র হওয়ায় আসামী গ্রেফতারের বিষয়ে পুলিশকে বললেই তারা বলেন, আপনারা আসামীদের দেখলেই আমাদের খবর দিবেন আমরা এসে গ্রেফতার করবো। এ বিষয়ে মামলার তদš—কারী কর্মকর্তা এস আই অমর সিংহ জানান, ১০ আগস্ট রাতে নিজবাড়ি থেকে ৪নং আসামী শাহনাজ বেগম (২৭) ও ৬নং আসামী বাবুলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, আমরা বিভিন্ন মাধ্যমে আসামীদের গ্রেফতারের চেস্টা চালাচ্ছি। উলেখ্য, গত ৮ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার মনির হোসেন, কালাম ওরফে কালু ও জাহাঙ্গীর হাওলাদারসহ ৭/৮ জন লোক এলাপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা গুর“তর জখম করে। ১০ আগস্ট সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর খন্দকার মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সাইয়েদ খন্দকার বাদী হয়ে ৮ জনের বির“দ্ধে রাজাপুর থানায় হত্যার অভিযোগে মামলা করেন। মামলা (নং- ০৩/১০-০৮-১৩ ইং) দায়ের করেন।
রাজাপুরে দিন মজুর জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারদাবী
Share This