মোঃ সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তণের জন্য ভোটই হল বড় অস্ত্র। ভোটের অস্ত্র দিয়ে ঘুষ, দুর্নীতি, অন্যায় ও সন্ত্রাস দমন করে দেশকে সামনের দিকে এ গিয়ে নিতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি দেশের আমলাতান্ত্রিক দুর্নীতির সমালোচনা করে বলেন, স্বাধীনতার পূর্বের ন্যায় এখনও সরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধোনের জন্য রাষ্ট্রের কর্ণধারদেরকে কঠোর হতে হবে। সকলের দোয়া চেয়ে তিনি বলেন, আলাহর রহমত যদি থাকে এবং আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, পূর্বের ন্যায় দেশের উন্নয়ন করার লক্ষে কাজ করে যাবো। গতকাল শনিবার রাত ৭টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জেপি নেতা সাবেক অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় নেতা মাহিবুল হোসেন মাহিম, এবিএম হুমায়ুন কবির, অ্যাড. এনামুল ইসলাম র“বেল, ইলিয়াচ আকন, নাসির উদ্দিন তালুকদার জুয়েল ও জাকির হোসেন সুলতান প্রমুখ।
রাজাপুরে প্রধানমন্ত্রী উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু সন্ত্রাস দমনে জনগনের ভোটই বড় অস্ত্র
Share This