রাজাপুরে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম রাজাপুর প্রতিনিধি ঃ ঝালকাঠির ঝালকাঠির রাজাপুরে বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে উপজেলাবাসী। বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাইপাস চত্ত¡রে গত শনিবার সকালে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় মানবাধিকার ইউনিট উপজেলা শাখা। মানববন্ধনে জাতীয় মানবাধিকার ইউনিটের উপজেলা সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ খান, উপজেলা শাখার প্রচার সম্পাদক মাসুম মৃধা ও সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, কয়েকদিন ধরে উপজেলা পল্লী বিদ্যুত ২৪ ঘণ্টার মধ্যে ঠিকমত ১২ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করছে না। প্রচন্ড গরমে উপজেলার মানুষ দূর্বিসহ জীবনযাপন করছে। বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। দ্রুত বিদ্যুতের এ সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ৩ শতাধিক মানুষ অংশ নেন।

Exit mobile version