রাজাপুর, ঝালকাঠী, জি.নিউজ :ঝালকাঠীর রাজাপুরের নিজামিয়া গ্রামের নিপু আক্তার (১৫) নামের এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মোঃ আফজাল হোসেনের মেয়ে। পুলিশ বেলা ১১ টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে ঝালকাঠী মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান জি নিউজ বিডি ডট নেট কে জানান, মেয়েটি গতকাল গভীর রাতে বিষপান করে আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আতœহত্যা করেছে তা জানা যায়নি। এ গটনায় অপমৃত্যু আইনে মামলা হয়েছে।
মোঃ সাইফুল ইসলাম
রাজাপুর, ঝালকাঠী