সাইফুল ইসলাম রাজাপুর, ঝালকাঠী প্রতিনিধি ঃ ঝালকাঠীর রাজাপুর আল-মদিনা নামের একটি বিয়ের বাস ও ২টি ট্রলার টেম্পু ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা। উপজেরার নৈকাঠী বাজার এলাকায় সকালে এ ঘটনা ঘটে। এসময় পিকেটাররা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠী বাজার এলাকার রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে রাস্তা আবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ কোন পিকেটারকে গ্রেফতার করতে না পারলেও ওই বাজারের পহারাদার নেছার আলীকে (৪০) গ্রেফতার করেছে। পুলিশ নেছার আলীকে জামায়াত কমী বলে একাধিক স্থানীয়রা জনান, শেষ রাতে ওই বিয়ের গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সবাই বিশ্রাম নিচ্ছিল। ভোর হবার সাথে সাথে একদল পিকেটার ওই গাড়িটির উপরে ইটপাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসসহ কয়েকটি গ্লাস এবং ২টি টেম্পুও ভাংচুর করে। এসময় পিকেটাররা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলার নৈকাঠী বাজার এলাকার রাস্তার গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে রাস্তা আবরোধ করে রাখে। রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান গাড়ি ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহারাদার নেছার আলী জামায়াত কর্মী। তাকে নাশকতার আশক্কায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।