রাজাপুর প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের একটি কাঠ বাদাম গাছের ডালের সাথে বোনের পর এবার ভাইও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার গভীর রাতের এ ঘটনায় পুলিশ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জুয়েল মোল্লা (২০) এর লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে একটি চিরকুট পাওযা গেছে। টমটম চালক জুয়েল ওই গ্রামের মোঃ আলী হোসেন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় জানান, টমটম চালানোর আয়ের বিষয় নিয়ে বাবার সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনার পিতার সাথে অভিমান করে গভীর রাতে রান্না ঘরের পাশের কাঠ বাদাম গাছের ডালের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ২/৩ বছর পূর্বে ওই গাছের সাথেই তার বোন হামিদাও আত্মহত্যা করেছিলেন। চিরকুটে যা লিখেছে জুয়েল: আমি চলে গেলাম, আমার মৃত্যুর জন্য কেহ দায়ি নয়। আমি যদি জমি পাই তাহা আমার ছোট ভাইকে দিবেন এবং আমাকে মাটি দিবেন আপুর কবরের পাশে। মা-বাবার কাছে ¶মাও চেয়েছেন জুয়েল। রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান ও এসআই আতিকুর রহমান জানান, অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হচ্ছে এবং ওই গাছটি কাঠার উদ্যোগ নেয়া হচ্ছে।
সাইফুল ইসলাম /জি নিউজ