মোঃ মহিউদ্দিন ভান্ডারি (রাজাপুর)ঃঝালকাঠির রাজাপুরে মোটর সাইকেল চাপায় রুস্তুম আলী আকন (৫৭) নামে এক পথচারি নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তুম আলী উপজেলার আলগি গ্রামের মৃত ইয়াকুব আলী আকনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভান্ডারিয়াগামী যাত্রীবাহি মোটরসাইকেলটি রাস্তা পারাপারের সময় রুস্তুম আলীকে চাপা দিলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে। চালক পালালেও পুলিশ মোটর সাইকেলটিকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।