মহিউদ্দিন ভান্ডারি, রাজাপুর থেকেঃঝালকাঠির রাজাপুরের চর শুক্তাগড় গ্রামে গতকাল গভীর রাতের আঁধারে রিক্সা চালক সুলতান হোসেনের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সুলতান হোসেন অভিযোগ করেন, স্থানীয় প্রতিপক্ষের লোকজনের কাছে ওই জমি বিক্রি না করায় তার পরিত্যক্ত ঘরটিতে রাতে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, প্রতিপক্ষদের গাঁয়েল করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদš— সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।