মোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি থেকেঃঝালকাঠির রাজাপুরের উত্তর তারাবুনিয়া গ্রামে সরকারি গাছ চুরির সময় এক যুবলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত ও কুঠারসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। এদিকে গ্রেফতার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি আফজাল হোসেনকে আদরে থানার হাজতে না রেখে ডিউটি অফিসারের শয়ন কক্ষে রাখা হয়েছে। সেখানে তিনি ফ্যানের নিচে ষ্টীলের খাটে ঘুমিয়েছেনও। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে সাংবাদিকরা থানায় গিয়ে এ ঘটনার ছবি তুললে ওই যুবলীগনেতাকে প্রেসারের রোগী দাবি করে পুলিশ। পরে তাকে চিকিৎসা দিতেও পুলিশ পাহারায় রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। অন্য গ্রেফতাররা হল– পিরোজপুরের কাউখালি উপজেলার ডুমঝুড়ি গ্রামের আনিচ ফরাজির ছেলে বাচ্চু ফরাজি (২৮), মৃত শাহজাহান হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২২) ও আব্দুল মালেকের ছেলে শাহাবুদ্দিন হাওলাদার (২৫)। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে নৈকাঠি–ভান্ডারিয়া সংযোগ সড়কের উত্তর তারাবুনিয়া গ্রামের ঈদগাহ এলাকার সড়কের পাশের একটি চাম্পুল গাছ কেটে নেওয়ার সময় আফজালসহ ৪ জনকে আটক করা হয়। ওসি দাবি করেন, আফজাল প্রেসারের রোগী হওয়ায় তাকে থানার হাজতে না রেখে ডিউটি অফিসারের রুমে রাখা হয়। পরে সকালে তাকে চিকিৎসার জন্যস্বাস্থ্য কেন্দ্রেও পাঠানো হয়। তবে রাজাপুরস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল বলেন, বুকে ও গাড়ে ব্যাথা দাবি করেন আফজাল। কিন্তু পরীক্ষা নিরীক্ষায় তার প্রেসারসহ সবকিছুই স্বাভাবিক রয়েছে। ওসি আরও বলেন, যেহেতু সরকারি গাছ, তাই বন বিভাগের সিদ্ধাš— অনুযায়ী আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বন বিভাগের উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গাছটি জব্দ করা হয়েছে এবং তিনি বাদি হয়ে বিকেলে মামলা দায়ের করছেন। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, সাতুরিয়া ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি আফজাল হোসনে রাস্তার পাশের তাদের জমিতে ওই গাছ রোপন করেছেন। সেই গাছ তিনি পাঁজায় পোড়ার জন্য কেটেছেন। তাদের যে গাছ, যাহা স্থানীয় লোকজনও জানেন।