সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধি :ঝালকাঠীর রাজাপুরের সোনালী ব্যাংক শাখার মুক্তিযোদ্ধা ভাতা ফান্ডের ৩৬ হাজার টাকা কর্মচারীরা আত্মসাত করেছে। বলে অবিযোগ পাওয়া গেছে। এ টাকার সন্ধান পেতে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার আসরবাদ কায়েদ সাহেব হুজুরের মাজারে যান। কিন্তু তাতেও অবিযুক্তরা টাকার সন্ধান রা দেওয়ায় মাজারের খাদেম কায়েদ ছাহেব হুজুরের মাজার ছুয়ে প্রতিজ্ঞা করতে না দিয়ে ৪ দিনের সময় বেধেঁ দেন এবং টাকা ব্যাংকে রাখার জন্য বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুরের সোনালী ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র ও মাজারে গিয়ে জানান, মুক্তিযোদ্ধা ভাতার টাকা বন্টনের জন্য ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোশারেফ, নিরাপত্তা কর্মী সুমন ও অনিমেষকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা মৃত মুক্তিযোদ্ধাদের ১২ হাজার ও জীবিত মুক্তিযোদ্ধাদের ২৪ হাজার টাকা বিতরন না করে শীটে বিতরন করা হয়েছে বলে দেখান। কিন্তু তা কোনো লেজার বা রেজিস্নট্রারে লিপিবদ্ধ না করে আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রাজাপুর সোনালী ব্যাংকের ম্যানেজার বজলুল করিম জানান, ব্যাংকের একটি প্রয়োজনীয় কাগজের সন্ধানে কায়েদ ছাহেব হুজুরের মাজারে সবাই গিয়েছিল। ৩৬ হাজার টাকার বিষয়ে তিনি জানান, আমি নতুন এসেছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ফান্ডের টাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।