ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠীর রাজাপুরের পুটিয়াখালীর গাজীরহাটের একটি ফার্মেসীর পেছনের কক্ষ থেকে পুলিশ ২টি দেশিয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত বুধবার গভীর রাতে রাজু তালুকদারের ছেলে মোঃ ওয়াদুদ তালুকদারের ফার্মেসীর ভিতরের পিছনের একটি কক্ষ থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পিতিবার মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তবে সাক্ষী হিসাবে ওই এলাকার কুঞ্জ অধিকারীর ছেলে কাঠমিস্ত্রী সুজন চন্দ্র অধিকারীকে (৩০) রাতেই থানায় এনে রাখা হয় স্থানীয় একাধিক সূত্র জানান গত বুধবার ঐ ঘরে কাঠমিস্ত্রী কাজ করার সময় পাইপ গান ও গুলি দেখে কাটমিস্ত্রী সুজন ঘর মালিক ওয়াদুদকে জনায়। ঐ কক্ষে ঐ এলাকার মোঃ আইউব আলী গাজীর ছেলে মোঃ জহিরুল হক পিনু গাজী দীর্ঘ দিন ধরে ভাড়া থাকত বিষয়টি নিয়ে পড়ে হাটে গুনজন শুরু হয়। অস্ত্র ও গুলির বিষয়টি জানাজানি হওয়ায় দায়ভার এরানোর জন্য পিনু গাজী বিষয়টির পুলিশকে জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থালে গিয়ে পিনুর শয়ন কক্ষে পাইপগান গুলি দেখতে পেয়ে তাকে আটক না করে পুলিশ তার উপর চড়াও হয়। পরে পিনু পুলিশকে মোট অঙ্কেও বিনিময়ে ম্যানেজ করে কাঠমিস্ত্রী সুজন চন্দ্র অধিকারীর নাম বলে এবং পুলিশ তাকে ধরিয়ে দিয়ে সটকে পড়ে। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান জি নিউজ বিডি.নেটকে জানান, এ ঘটনায় পিনু গাজীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার দায়ের হয়েছে। পুলিশ ম্যানেজের বিষয়টি অস্বীকার করে ওসি জানান, পিনু আমাদেও তথ্য দেয়নি এবং তাকে ওখানে পাওয়া যায় নি। বর্তমানে পিনু পলাতক রয়েছে।
মোঃ সাইফুল ইসলাম/রাজাপুর/ ঝালকাঠী/জি নিউজ