ঢাকা, : ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের এডিসি মশিউর রহমানের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ফয়সাল, মাকসুদ হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম শিকদার, নাফিস ইমতিয়াজ। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ৪টি চাকু, ১টি বাইসাইকেল, ৭টি সেলফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সম্পাদনা/শাবানা মন্ডল /১২.১০ঘ /০২ মার্চ