অনলাইন ডেস্ক ঃ- রাশিয়াতে ইওটাফোন নামের স্মার্টফোন বিক্রী হওয়া শুরু হয়েছে. এটা রাশিয়াতে তৈরী এক অনন্য প্রকল্প. এর প্রধান বিশেষত্ব হল – দুটো স্ক্রীণ. বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ইওটাফোন বিশ্বের ইলেকট্রনিক পণ্যের বাজারে রাশিয়ার এক বিরাট দূরত্ব অতিক্রমের সাক্ষ্য বলে স্বীকার করেছেন. ইওটাফোন মানুষের মোবাইল যোগাযোগ ব্যবস্থা নিয়ে দৃষ্টিকোণ পরিবর্তন করে দিয়েছে. তাতে দুটো স্ক্রীণ রয়েছে. সামনের দিকে– অভ্যস্ত রঙীণ সেন্সর সমেত লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে. যার ডায়াগোনাল ৪, ৩ ইঞ্চি. দ্বিতীয়, ফোনের পিছন দিকে একই সাইজের একটা সাদা–কালো ডিসপ্লে, তথাকথিত ইলেকট্রনিক ইঙ্ক ডিসপ্লে, খুবই ইকনমিক্যাল. তাই এই গ্যাজেট সবসময়েই চালু থাকতে পারে, যার ফলে ব্যবহারকারীরা মূল টেলিফোন চালু না করেই খবরাখবরের দিকে নজর রাখতে পারবেন, এই কথা “রেডিও রাশিয়াকে” উল্লেখ করে এই টেলিফোন যারা পরিকল্পনা করেছেন, সেই ইওটা ডিভাইসেস কোম্পানীর জেনারেল ডিরেক্টর, ভ্লাদ মার্তীনভ বলেছেন: যখন সাধারণ টেলিফোন স্লিপিং মোডে থাকে, তখন ডিসপ্লে বন্ধ করা থাকে আর দরকার পড়ে প্রত্যেকবারই এটাকে অন করার ও কোন না কোন অ্যাপ্লিকেশন চালু করার. পরিসংখ্যান অনুযায়ী লোকে এই কাজ করে থাকেন দিনে প্রায় দেড়শো বার করে, যা প্রায়ই কোন কাজে লাগে না. আর যখন সবসময়ে কাজ করছে এমন ডিসপ্লে থাকে, তখন কোন খবর পাওয়ার জন্য আলাদা করে টেলিফোন চালু করার কোন দরকার পড়ে না. আপনারা এই ফোনকে স্রেফ আগে থেকে পছন্দমত করে তৈরী করে নিতে পারেন যাতে আপনাদের প্রয়োজনীয় খবর পিছনের ডিসপ্লে সবসময়ে চালু অবস্থায় দেখাতে পারে – সেটা টুইটার, ফেসবুক অথবা শেয়ারের বাজারের বা অন্য যে কোন রকমের খবর হতে পারে. তা কখনই নিভে যাবে না. সবসময়েই চালু. আর তার ফলে আপনারা রিয়াল টাইম মোডে সমস্ত টাটকা খবর ও ঘোষণা দেখতে পারবেন. এটাই এটার বিরল সুবিধা”. এই যন্ত্রের প্রস্থ মাত্র ১০মিলিমিটার, ওজন ১৪৬গ্রাম. কাজ করে অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে. তাতে ডুয়্যাল কোর প্রসেসর স্ন্যাপড্রাগন রয়েছে, তার রম ২জিবি আর ইন্টারন্যাল মেমরি ৩২জিবি, দুটো ক্যামেরা রয়েছে একটা ১ ও অন্যটা ১৩ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন. এই টেলিফোন জোড়া হচ্ছে সিঙ্গাপুরের হাই–পি (Hi-P) কোম্পানীতে, তার জন্য রঙীণ ডিসপ্লে উত্পাদন করে জাপান ডিসপ্লে কোম্পানী আর সাদা–কালো ডিসপ্লে তাইওয়ানের ই–লিঙ্ক কোম্পানী. তা স্বত্ত্বেও, এই ইওটাফোন – শতকরা একশ ভাগ রাশিয়ার আবিষ্কার, তা তৈরীর জন্য ব্যবহার করা হচ্ছে পাঁচটা পেটেণ্ট করা রুশী আবিষ্কার. এই গ্যাজেট রাশিয়া ও বিদেশের বহু বিশেষজ্ঞের জন্যই আগ্রহের কারণ হয়েছে. রাশিয়ার লোকদের জন্য এই নতুন ধরনের ফোনের দাম পড়ছে ১৯৯৯০ রুবল. বিদেশে এই ফোনের দাম বলা হয়েছে ৪৯৯ ইউরো. আজ ইওটাফোন রাশিয়াতেই কিনতে পাওয়া যাচ্ছে, আর তারই সঙ্গে অস্ট্রিয়া, জার্মানী, স্পেন ও ফ্রান্সেও কিনতে পারা যাচ্ছে. কিন্তু ২০১৪ সালেই এই স্মার্টফোন ইউরোপের অন্যান্য দেশে ও নিকটপ্রাচ্যে কিনতে পারা যাবে। খবর রেডিও রাশিয়া এর
রাশিয়ার গ্যাজেট স্বীকৃত দৈত্যদের মঞ্চ ছোট করবে
Share This