জি নিউজঃ- যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের মামলায় গোলম আযমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষোভ ও সমালোচনার মধ্যেই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রায় দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এ রায়ে আমরা সন্তুষ্ট। গতসোমবার ওই রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকালে তারা সারা দেশে হরতালের ডাক দেন। রায়ে ক্ষোভ প্রকাশ করে আপিলের দাবি জানানো হয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সেক্টরর্স কমান্ডার্স ফোরাম ও বিভিন্ন বাম দলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, একটা রায় পেয়েছি এটাই বড় কথা। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের প্রচেষ্টা সফল হয়েছে। এর আগে দিনের কার্যসূচির শুরুতে ফ্লোর নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রায়ে হতাশা প্রকাশ করে বলেন, গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির আদেশ না হওয়ায় দেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুরোধ জানিয়ে মেনন বলেন, “সব ভাল যার শেষ ভাল তার। কিন্তু আমরা খোঁচট খেয়ে গেলাম।