জি নিউজ ঃ- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে তিস্তা অভিমুখে মঙ্গলবার সকাল ৮টায় লংমার্চ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।বিএনপি ঘোষিত মঙ্গলবারের তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।রিজভী বলেছেন, ‘তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির এ লংমার্চ। ভারত আন্তর্জাতিক নদীর মিঠাপানির প্রবাহ অন্যায়ভাবে প্রত্যাহার করছে। এটা আইন বিরুদ্ধ। জনগণের দাবির এ লংমার্চের বিরুদ্ধে যারা কথা বলছে তারা জনগণের শত্রু।’ তিনি বলেন, ‘আওয়ামী সরকার বর্তমানে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণের ওপর জুলুম চালাচ্ছে।রিজভী বলেন, ‘রামপুরা থানায় শিবিরকর্মী হত্যা মামলায় রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান-উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। লংমার্চকে সামনে রেখে বিএনপি নেতাদের কারাগারে প্রেরণকে আমরা দূরভিসন্ধি হিসেবে দেখছি। কারণ দলের গুরুত্বপূর্ণ এ নেতারা লংমার্চের সার্বিক প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন।ওই সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন ।