খাগড়াছড়ি প্রতিনিধি, জি নিউজ ঃ খাগড়াছড়ি: উপজেলার- লক্ষ্মীছড়ি, জুর্গাছড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির এক সদস্য সহ দুইজন নিহত হয়েছেন বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদল সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন জনসংহতি সমিতি (সন্তু গ্রুপের ) লক্ষ্মীছড়ি শাখার সদস্য মনাইয়া চাকমা (20), এ সময় গুলিবিদ্ধ শান্তিময় চাকমা (19) সাধারণ পথচারী ছিলেন বলে জানা গেছে। জনসংহতি সমিতির মানিকছড়ি শাখার ভারপ্রাপ্ত সম্পাদক পেশকা মারমা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে। পাহাড়ের আধিপত্য বিস্তারের জের ধরে এলাকায় বিবদমান দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। লক্ষ্মীছড়ি থানার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ শান্তিময় চাকমাকে লক্ষীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মানিকছড়ির তারো মৃত্যু হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
খাগড়াছড়ি., জি নিউজ /০১ মে ২০১৩