জি নিউজ প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া (৫০)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।নিহত আবদুল মান্নান চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুজায়েত উল্যার ছেলে। আবদুল মজিদ রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে ওই ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ অবস্থান করছে। কি কারণে কারা তাঁকে হত্যা করেছে-তা তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।এ দিকে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, রাতে তাঁকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তাঁর রামপুর গ্রামের বাড়ির সামনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।এ বিষয়ে দাসের হাট পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতার গলা কাটা ও শরীরের কয়েকটি অংশে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি ।